ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

আজকে আমরা ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

Table of Contents

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

এটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী টিভি রিসিভারের সার্কিট বোর্ড হতে ইলেকট্রনিক কম্পোনেন্ট করার দক্ষতা অর্জন করতে পারবে।

টেলিভিশন রিসিভারের নমুনা / মডেল:

Samsung CS21M16MJZXNWT CRT TV বা ল্যাবে/ওয়ার্কসপে প্রাপ্যতা অনুযায়ী

পারদর্শিতার মানদন্ডঃ

  • স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করা;
  • প্রয়োজন অনুযায়ী টুলস ও মালামাল সংগ্রহ করা;
  • কাজের প্রয়োজন অনুযায়ী সার্কিট বোর্ড দেখে কম্পোনেন্ট নির্বাচন করা;
  • শনাক্তকৃত কম্পোনেন্টগুলোর তালিকা তৈরি করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করা।

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট / ২২০ ভোল্ট০১টি
ডিসোল্ডারিং পাম্পস্ট্যান্ডার্ড০১টি
ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১টি
লং নোজ প্লায়ার্স৮ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কাটিং প্লায়ার্স৮ ইঞ্চি হাই প্রিসিলন০১টি
এভোমিটার অ্যানালগSunma YX-360TRবা সমতুল্য০১টি
এভোমিটার ডিজিটালSanwa CD800a বা সমতুল্য০১টি
অসিলোস্কোপTektronix 475A বা সমতুল্য০১টি
প্যাটার্ন জেনারেটরModel PM8572A বা সমতুল্য০১টি
১০সিজরটি টিভিSamsungCS21M16MJZXNWT CRT TV বা সমতুল্য০১টি

প্রয়োজনীয় ব্লক এবং সার্কিট ডায়াগ্রামঃ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

প্রয়েজনীয় সিম্বল এবং টেস্টিং পদ্ধতিঃ

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

কাজের ধারাঃ

১। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে ।

২। সিআরটি কালার টিভি, এডোমিটার, ক্রু ড্রাইভার সেট, কম্বিনেশন প্লায়ার্স সংগ্রহ করবে।

৩। স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সিজারটি টিভি রিসিভারের পিছনের কভার পৃথক করবে।

৪। টিভি রিসিভারের চেসিস হতে সার্কিট বোর্ড পৃথক করবে।

৫। সার্কিট ডায়াগ্রাম ব্যবহার করে টিভি রিসিভারের বিভিন্ন সেকশন শনাক্ত করবে।

৬। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী বিভিন্ন সেকশনের কম্পোনেন্ট শনাক্ত করবে।

৭। এভোমিটারেকে ওহম রেজে লেট করবে।

৮। এভোমিটারের পজেটিভ (লাল) প্রোব এবং নেগেটিভ (কালো) প্রোব কম্পোনেন্ট এর দুই প্রান্তে সংযোগ করে পরিমাণ করবে।

৯। পরিমাপের ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে।

ফলাফলঃ

রেজিস্টর: ডাটা টেবিল

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ফিউজ: ডাটা টেবিল

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ক্যাপাসিটর: ডাটা টেবিল

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ডায়োড: ডাটা

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ট্রানজিস্টর: ডাটা টেবিল

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

এলইডি: ডাটা টেবিল

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ফলাফল পর্যবেক্ষণ:

রেজিস্টর: ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ফিউজ: ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ক্যাপাসিটর: ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ডায়োড: ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

ট্রানজিস্টর: ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

এলইডি : ফলাফল পর্যবেক্ষণ

 

ব্যবহারিক ৩ঃ টিভি রিসিভারের ইলেকট্রনিক কম্পোনেন্ট পরীক্ষা করণ

 

সতর্কতাঃ

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা ।
  • কম্পোনেন্ট পরীক্ষা করার সময় অ্যাভোমিটারকে ওহম রেঞ্জে সেট করতে হবে।
  • সাবধানে পিসিবি বোর্ডটি চেসিসে পুনঃস্থাপন করতে হবে।

আরও দেখুনঃ

Leave a Comment