ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

আজকে আমরা ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

এটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী টিভি সার্ভিসিং এর কাজে টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিং করার দক্ষতা অর্জন করতে পারবে।

টেলিভিশন রিসিভারের নমুনা/মডেল:

ল্যাবে/ওয়ার্কসপে প্রাপ্যতা অনুযায়ী।

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
  • প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করা;
  • প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম দেখে ইলেকট্রনিক কম্পোনেন্টে নির্বাচন এবং সংগ্রহ করা;
  • প্রয়োজন অনুযায়ী মালামাল সংগ্রহ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা।

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রেরবিধি অনুযায়ী০১ টি
অ্যাপ্রোনকর্মক্ষেত্রেরবিধি অনুযায়ী০১ টি
প্রটেকটিভ গগলসকর্মক্ষেত্রেরবিধি অনুযায়ী০১ টি
সেফটি সুজকর্মক্ষেত্রেরবিধি অনুযায়ী০১ জোড়া
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট/২২০ভোল্ট০১টি
ডিসোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১টি
ক্রু ড্রাইভারস্ট্যান্ডার্ড০১টি
লং নোজ প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কাটিং প্লায়ার্স৬ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি

 

সোল্ডারিং এবং ডিসোল্ডারিং প্রসেস এর বিভিন্ন চিত্র

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

ব্যবহারিক ৫ঃ টেলিভিশন রিসিভারের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং ও ডিসোল্ডারিংকরণ

 

কাজের ধারাঃ

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. সার্কিট ডায়াগ্রাম দেখে বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট সংগ্রহ করবে।

৩. সার্কিট ডায়াগ্রাম দেখে টিভি রিসিভারের প্রতিটি স্টেজের কম্পোনেন্ট সোল্ডারিং প্র্যাকটিস করবে।

৪. প্রথমে সার্কিট এর যে স্থান ঝালাই করা হবে সেই স্থান ঘষে পরিষ্কার করবে।

৫. যে কম্পোনেন্ট ঝালাই করা হবে সেটির লেগ/পা/টার্মিনাল/পিন ঘষে পরিষ্কার করবে।

৬. এবার কম্পোনেন্টকে সার্কিট এর জায়গামতো স্থানে স্থাপন করে নিয়ে তাতাল বা সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাইয়ের স্থান একটু গরম করবে।

৭. এবার ঝালাই এর স্থানে এক হাত দিয়ে ৪৫ ডিগ্রী বাকা করে তাতাল বা সোল্ডারিং আয়রন ধরে অন্য হাতে ৪৫ ডিগ্রী বাঁকা করে সোল্ডারিং লীড বা রাং ধরবে।

৮. পরিমাণমতো সোল্ডারিং লীড বা রাং গলার পর তা সরিয়ে নিতে হবে এবং সোল্ডারিং আরর বা ভাতাল দিয়ে ফিনিশিং করে ঝালাই সম্পন্ন করবে।

৯. যদি কখনো সার্কিট বা কম্পোনেন্ট এর জয়েন্ট ভালভাবে না হয় তবে কিছু পরিমাণ ফ্লাক্স বা রেজিন দিয়ে ঠিক মতো ঝালাই করবে।

১০. টিভি রিসিভারের প্রতিটি স্টেজের কম্পোনেন্ট ডিসোল্ডারিং প্র্যাকটিস করবে

১১. ডিসোল্ডারিং পাম্প এর ব্যবহার বার বার প্র্যাকটিস করবে।

১২. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

১৩. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতা:

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।
  • সোল্ডারিং এর সময় সাবধানতা অবলম্বন করা যেন শর্ট সার্কিট না হয়।
  • সাবধানে পিসিবি রোডটি চেসিসে পুনঃস্থাপন করা।

আরও দেখুনঃ

Leave a Comment