স্মার্ট মোবাইল বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-স্মার্ট মোবাইল বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

স্মার্ট মোবাইল বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা (Describes the Fuction of Different Sections of Smart Phone)

অনুচ্ছেদ ৪.১.৩ এ চিত্র-৪.১-৪.৩ স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন সেকশনের নাম উল্লেখ ও চিহ্নিতকরণ এবং নিম্নে প্রতিটি সেকশনের কাজ বর্ণনা করা হলো:

টাচ স্ক্রিন সেকশন (Touch Screen Section )

স্মার্টফোনে এলসিডি ডিসপ্লে এর উপরে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ব্যবহার করা হয়। টাচ স্ক্রিনের মাধ্যমে দ্রুত নাম্বার এবং টেক্সট টাইপ করা যায়। টাচ স্ক্রিনের ফলে স্মার্টফোনে নেটওয়ার্ক অ্যাক্সেস, ওয়েব ব্রাউজিং, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার এবং ফাংশন খুব সহজে ব্যবহর করা যায়। টাচ স্ক্রিনের মাধ্যমে খুব সহজে টাচ কিপ্যাডের ভাষা (Language) ও ফরম্যাট ( Format) পরিবর্তন করা যায়।

ডিসপ্লে সেকশন (Display Section )

পাঠ্য বার্তা (ট্রেক্সট এসএমএস), ডায়ালিং নাম্বার, ছবি, ভিডিও, ইমেইল ও মাল্টিমিডিয়া প্রদর্শনের জন্য স্মার্টফোনে (Smartphone) সাধারণত আইপিএস (IPS-In-Plane Switching), এইচডি (HD-High- Definition), ফুল এইচডি, ফুল এইচডি প্লাস, রেটিনা (Retina) ইত্যাদি ডিসপ্লে ব্যবহার করা হয়।

ডিসপ্লে সেকশন এলসিডি ডাটা সিগন্যাল, এলসিডি রিসেট সিগন্যাল, এলসিডি লিখন-পঠন (WR: Write-Read) সিগন্যাল, এলসিডি আরডি সিগন্যাল, এলসিডি এফএলএম সিগন্যাল ইত্যাদি সিগন্যালগুলো সিপিইউর মাধ্যমে এলসিডি মডিউলকে দেওয়া হয় এবং সংকেতগুলো পাওয়ার জন্য এলসিডি সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত থাকে।

২.৮ ভোল্ট পাওয়ার সাপ্লাই বা ১.৮ ভোল্ট পাওয়ার সাপ্লাই এলসিডিকে কাজের জন্য সরবরাহ করা হয়। এলসিডি ডিসপ্লেকে আলোকিত করার জন্য এলসিডি ব্যাকলাইট ব্যবহার করা হয়।

 

স্মার্ট মোবাইল বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

সিম কার্ড সেকশন (SIM Card Section )

স্মার্টফোনে সিম কার্ড সকেট এবং মেমোরি কার্ড সকেট একসাথে সংযুক্ত থাকে। একটি সকেটে একাধিক সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহার করা হয়। সিম কার্ড ইন্টারফেস সেকশন সিম সকেটের হতে সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত থাকে।

যদি মোবাইল ফোনে বিদ্যুৎ সরবরাহ না থাকে তবে সিম কার্ড সেকশন পাওয়ার আইসি এর মাধ্যমে সিপিইউতে সংযুক্ত থাকে। সিম কার্ড মূলত ভি-সিম (V-SIM) ( ৩.0 ভোল্ট), সিম-আরএসটি (SIM-RST: ২.৮৫ ভোল্ট), সিম ক্লক (SIM CLK), সিম- ডাটা (SIM-DATA ) (২.৫ ভোল্ট) এবং সিম গ্রাউন্ড পিনের সমন্বয়ে তৈরি করা হয়।

এই চারটি পিন সিম গ্রাউন্ড (SIM GND) বা কমন পিনের পাশাপাশি সিম ইন্টারফেস সেকশনের সাথে সরাসরি সংযুক্ত থাকে। ১০-১৮ কিলো ওহমস রেজিস্টরের মাধ্যমে ভি-সিম পিন থেকে সিম ডাটা পিনকে সরবরাহ করা হয়।

নেটওয়ার্ক সেকশন (Network Section )

অ্যান্টেনা, বাহ্যিক অ্যান্টেনা সকেট, আরএক্স-ব্যান্ড পাস ফিল্টার ( Rx Band Pass Filter), আরএফ ক্রিস্টাল (RF Crystal), এফইএম (FEM), পিএফও (PFO), টিএক্স-ব্যান্ড পাস ফিল্টার (Tx Band Pass Filter), আরএফ আইসি (RF IC), সিপিইউ (CPU) নেটওয়ার্ক সেকশনে সংযুক্ত রয়েছে।

আরএক্স (Rx Receiver) চলাকালীন অ্যান্টেনায় প্রাপ্ত সিগন্যালটি অ্যান্টেনা সকেটের মাধ্যমে অ্যান্টেনা সুইচ বা এফইএমকে প্রদান করা হয় যেখানে যথাযথ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি নির্বাচন করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আরএক্স- ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আরএফ আইসি-তে প্রেরণ করা হয়।

টিএক্স (Tx: Transmitter) চলাকালীন আরএফ আইসি থেকে আরএফ সিগন্যালকে প্রশস্ত করার জন্য এফইএম বা পিএফওকে প্রদান করা হয় । ব্যান্ড নির্বাচন প্রক্রিয়া শেষে অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল পাস করা হয়।

মাইক্রোফোন ইন্টারফেস সেকশন (MIC Interface Section )

মাইক্রোফোন ইন্টারফেস সেকশনটি বেশিরভাগ মোবাইল ফোনে সরাসরি সিপিইউ এর সাথে সংযুক্ত থাকে । কার্যকারী (ওয়ার্কিং) ভোল্টেজ (মাইক্রোফোন বায়োস: ১.৮ ভোল্ট থেকে ২.৮ ভোল্ট) সিপিইউ থেকে সরবরাহ করা হয় বা মাইক্রোফোনের কার্যকারিতার জন্য পাওয়ার সাপ্লাই সেকশন এবং মাইক্রোফোন পজিটিভ এবং নেগেটিভ ভোল্ট দুটি এসএমডি ক্যাপাসিটার এর মাধ্যমে ইনপুট হয়।

ইয়ার স্পিকার সেকশন (Ear Speaker Section )

ইয়ার স্পিকার সেকশন সরাসরি সিপিইউ সম্পর্কিত। এটি সরাসরি সিপিইউ থেকে বা সিপিইউ এর অন্তনির্মিত অডিও সেকশন থেকে সিগন্যালের মাধ্যমে শব্দ গ্রহণ করে। কিছু মোবাইল ফোনে এ শব্দ সংকেতগুলো এসএমডি কয়েল বা এসএমডি রেজিস্টর মাধ্যমে প্রাপ্ত হয়।

কিছু মোবাইল ফোনের অডিও সেকশনে অডিও আইসি থাকে।স্পিকার বা রিংগার সেকশন (Speaker or Ringer Section ) মোবাইল ফোনে রিংগার (Ringer), বার্জার (Buzzer) বা স্পিকার (Speaker) উচ্চ শব্দ শোনার জন্য অডিও অ্যামপ্লিফায়ার আইসির সাথে সংযুক্ত থাকে। অ্যাম্প্লিফায়ার আইসি অডিও সেকশনের সিপিইউ থেকে প্রাপ্ত শব্দ বা অডিও সংকেতকে বিবর্ধন করে।

ভাইব্রেটর সেকশন (Vibrator Section )

মোবাইল ফোনে ইনকামিং কলের জন্য স্পিকার বা রিংগার টোনের পাশাপাশি ব্যবহারকারীকে জানানো বা অনুভূতি জন্য ভাইব্রেট বা কম্পন ব্যবহার করা হয়। এই ভাইব্রেট বা কম্পনের জন্য ভাইব্রেটর ব্যবহার হয়। ভাইব্রেটরের পজিটিভ পাওয়ার সরবরাহ ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে করা হয়। নেগেটিভ বিদ্যুৎ সরবরাহ একটি এনপিএন ট্রানজিস্টারের মাধ্যমে বা সার্কিটের কম্পোনেন্ট থেকে করা হয়।

ব্যাটারি চার্জিং সেকশন (Battery Charging Section )

চার্জার এবং সিস্টেম ইন্টারফেস সংযোগকারী বেশিরভাগ আধুনিক মোবাইল সেল ফোনে একসাথে তৈরি। ব্যাটারি চার্জিং সেকশনের জন্য কন্ট্রোল সেকশন পৃথকভাবে তৈরি করা হয়। কিছু মোবাইল ফোনে ব্যাটারি চার্জিং সেকশন পাওয়ার আইসি এর অভ্যন্তরে তৈরি করা হয়।

স্মার্টফোনে বিভিন্ন ফাংশন পরিচালনার জন্য ব্যাটারি ক্ষয় বেশি হয়। স্মার্টফোন দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য ব্যাটারি ক্যাপাসিটি বেশি প্রয়োজন হয়। এই ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত ৩০০০ এমএএইচ (mAh : Mili Ampere Hour) হতে ৭০০০ এমএএইচ এর হয়।

স্মার্টফোনের হাই ক্যাপাসিটির ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়। ফাস্ট চার্জিং এর জন্য সাধারণত ১৫ ওয়াট থেকে ৬৫ ওয়াট বা কোনো কোনো ব্র্যান্ড তার ঊর্ধ্বে ফাস্ট চার্জার ব্যবহার করে। স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও ব্যবহার করা হয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পাওয়ার সেকশন (Power Section )

পাওয়ার আইসি, সিপিইউ, ফ্ল্যাশ আইসি (রম), র‍্যাম, আরএফ-ক্লক, ক্রিস্টাল, আরএফ-আইএফ ইত্যাদি কম্পোনেন্টসমূহ পাওয়ার সেকশনে সংযুক্ত থাকে। পাওয়ার আইসিতে ব্যাটারি পজিটিভ প্রান্ত হতে (৩.৭ ভোল্ট) প্রদান করা হয় এবং পাওয়ার অন করার জন্য ২.৮৭ থেকে ৩.০ ভোল্ট ব্যাটারি হতে সিপিইউ, ফ্ল্যাশ আইসি, র‍্যাম, আরএফ-ব্লক, জেনারেটর সেকশন (আরএফ ক্রিস্টাল, আরএফ আইসি) সরবরাহ করা হয়।

যার মাধ্যমে মোবাইল ফোনটি চালু করা হয়। । স্মার্টফোনে পাওয়ার ইউনিট সাধারণত সিপিইউ বা প্রসেসর ইউনিটের সাথে যুক্ত থাকে, যা সরাসরি সিপিইউ হতে নিয়ন্ত্রণ করা হয়। একে মেইন পাওয়ার ইউনিট (MPU: Main Power Unit) বলা হয়।হ্যান্ডস্ ফ্রি বা ইয়ারফোন সেকশন (Hands Free or Earphone Section) হ্যান্ডস্ ফ্রি বা ইয়ারফোন সেকশনে হ্যান্ডস্ ফ্রি জ্যাক, হ্যান্ডস্ ফ্রি এমআইসি, স্পিকার সিগন্যাল উপাদান এবং হ্যান্ডস্ ফ্রি অডিও অ্যাম্প্লিফায়ার সংযুক্ত থাকে। হ্যান্ডস্ ফ্রি জ্যাক সংযোগের পরে হ্যান্ডস্ ফ্রি প্রতীক প্রদর্শিত হয়।

ক্যামেরা সেকশন (Camera Section )

ভিডিও রেকর্ড এবং ছবি ক্যাপচারের জন্য স্মার্টফোনে বিভিন্ন মেগাপিক্সেল এর একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়। ক্যামেরা ইন্টারফেসটি সরাসরি সিপিইউ হতে নিয়ন্ত্রণ করা হয়। স্মার্টফোনের ব্যাক সাইডে সাধারণত ভিডিও রেকর্ডিং বা ছবি ক্যাপচারের জন্য ওয়াইড (Wide) বা আল্ট্রা ওয়াইড (Ultrawide) ক্যামেরা ব্যবহার করা হয়।

কিছু স্মার্টফোনে স্বল্প দূরত্বের কোনো ছবি ক্যাপচার করার জন্য ম্যাক্রো (Macro) এবং বেশি দূরত্বে ছবিকে জুম করার জন্য টেলিফটো লেন্স (Telephoto Lens) ব্যবহার করা। ফ্রন্ট সাইডে এক বা একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়, যা ফ্রন্ট ক্যামেরা নামে পরিচিত।

এফএম রেডিও সেকশন (FM Radio Section)

এফএম রেডিও ব্যবহারের জন্য মোবাইল ফোনে এফএম রেডিও সংযুক্ত থাকে। এফএম রেডিও ড্রাইভার আইসি, এফএম অ্যান্টেনা, সিগন্যাল সরবরাহের উপাদানগুলো এফএম রেডিও সেকশনে সংযুক্ত থাকে।

মেমরি কার্ড সেকশন (Memory Card Section )

স্মার্টফোনে সিম কার্ড এবং মেমোরি কার্ড সকেট একসাথে সংযুক্ত থাকে। একটি সকেটে বা প্লটে একাধিক সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের জন্য একটি ৮ পিন সকেটের মাধ্যমে মেমোরি কার্ড সেকশনের সাথে এটি সংযুক্ত থাকে। মেমোরি কার্ড সেকশনটি সিপিইউ এর ভিতরে তৈরি করা হয়।

৮ টি পিনের বর্ণনা নিম্নরূপ-

এমএমসি ডাটা -২ (MMC DATA-2)

এমএমসি ডাটা (MMC DATA )

এমএমসি সিএমডি (কমান্ড) ( MMC CMD) (Command) ভিএমএমসি / ভিএসডি (পজিটিভ পাওয়ার সরবরাহ)

(VMMC/VSD Positive Supply)

এমএমসি-ক্লক (MMC CLK)

গ্রাউন্ড (GND)

এমএমসি ডাটা-০ (MMC DATA-)

এমএমসি ডাটা -১ (MMC DATA-1)

ব্লুটুথ সেকশন (Bluetooth Section )

ব্লুটুথ অ্যান্টেনা, ব্লুটুথ আরএফ সিগন্যাল ফিল্টার, ব্লুটুথ ড্রাইভার আইসি এবং সিগন্যাল সরবরাহ কম্পোনেন্টসমূহ
ব্লুটুথ সেকশনে সংযুক্ত থাকে। ব্লুটুথ সেকশন নেটওয়ার্ক সেকশনের মতো কাজ করে। আরএফ-রুক সিগন্যাল
সিগন্যাল প্রসেসিং এর সময় ব্লুটুথ ড্রাইভার আইসিতে দেয়া হয়।

 

স্মার্ট মোবাইল বিভিন্ন সেকশনের কাজ বর্ণনা

 

ওয়াই-ফাই সেকশন (Wi-Fi Section )

ওয়াই-ফাই পোর্ট স্মার্টফোনে রেডিও ওয়েভ ব্যবহার করে ওয়্যারলেস ইন্টারনেটে সংযোগ স্থাপন করে । স্মার্টফোনের ওয়াই-ফাই মডিউলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন এর ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস এবং ওয়েব ব্রাউজিং করা যায় । ওয়াই-ফাই এর হট স্পট সুবিধার মাধ্যমে এক ফোনের ডাটা ব্যবহার করে অন্য ফোনে ওয়াই-ফাই ব্যবহার করা যায়।

আরও দেখুনঃ

Leave a Comment