আজকে আমাদের আলোচনার বিষয়-কেবল টিভির প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয়তা
কেবল টিভির প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয়তা (Basic Concept and Necessity of Cable TV)
কেবল টিভির প্রাথমিক ধারণা (Basic Concept of Cable TV)
টেলিভিশন হচ্ছে বর্তমান সময়ের এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ঘরে বসে সমগ্র বিশ্বের খবর পাওয়া যায়। কেবল টেলিভিশন সিস্টেম ১৯৪০ এর দশকের শেষদিকে যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত হয়েছিল। কেবল টিভি ভিশ অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইট থেকে সিগন্যাল- গ্রহণ করে আউটপুট হিসেবে ছবি ও শব্দ প্রদান করে। যা বিশ্বের যে কোনো স্থান হতে কেবল টিভির অনুষ্ঠানসমূহ উপভোগ করা যায়।
কেবল টেলিভিশন (Cable Television) বা কেবল টিভি হচ্ছে এমন একটি প্রযুক্তি যা ইউএইচএফ (UHF-Ultra High Frequency) এবং ভিএইচএফ (VHF Very High Frequency) ব্যান্ডগুলোকে একত্রকারী তারের মাধ্যমে গ্রাহককে দূরদর্শন সেবা প্রদান করে। এটি কো-অ্যাক্সিয়াল কেবল(Co-axial Cable) বা অপটিক্যাল ফাইবার (Optical Fiber) এর মাধ্যমে টেলিভিশন সংকেত বিতরণ করে। এটি সিএটিভি (CATV- Community Antenna Television) বা কেবল টেলিভিশন নামে পরিচিত। একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে গ্রাহকগণ তাদের টেলিভিশন সেবা গ্রহণ করে।
কেবল টিভি এর প্রয়োজনীয়তা (Importance of Cable TV)
কেবল টিভি যে কোনো বয়সের লোকের নিকট বিনোদনের একটি অন্যতম উল্কা। এ টিভির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যার কারণে গ্রাহকগণ এর প্রতি খুব আকৃষ্ট হয়ে থকে। কেবল টিভির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর অনেকগুলো হাই ডেফিনেশনের চ্যানেল (High Defination Channel-HD) রয়েছে।
চ্যানেলের সংখ্যা যত বেশি হয় গ্রাহকের আকর্ষণ তত বৃদ্ধি পায়। যদি চ্যানেলের সংখ্যা অ্যানালগ টিভির যতো সীমিত থাকত তাহলে এটি গ্রাহকদেরকে আকৃষ্ট করত না। হাই-ডেফিনেশনের চ্যানেল এর সুবিধা থাকার কারণে গ্রাহকগণ এর ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এটি অ্যানালগ টিভি চেয়ে ভালমানের ছবি প্রদর্শন করতে সক্ষম।

একটি এইচডি (HD) এবং নন–এইচডি ( Non HD টিভির মধ্যে তুলনা করলে দেখা যাবে প্রদর্শিত ছবির দিক থেকে এর অনেক পার্থক্য রয়েছে। শিশু এবং কিশোররা ঘরে বসে কার্টুন এবং শিক্ষা সম্পর্কিত চ্যানেল দেখার জন্য কেবল টিভি ব্যবহার করে। স্যাটেলাইট টেলিভিশন সেটগুলো মূলত পরিবারের সদস্যরা দেশ-বিদেশের খবর দেখা ও বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করেন।
আরও দেখুনঃ