আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস
ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস Internet and Cable TV Basics
ইন্টারনেট ও কেবল- টিভি আমাদের দৈনন্দিন জীবনে অনেক অবদান রাখছে। প্রযুক্তি জগতের এ অবদান আমাদের যোগাযোগ, শিক্ষা এবং বিনোদনের অন্যতম উৎস। বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ও কেবল- টিভির ওপর আংশিক বা পরিপূর্ণভাবে নির্ভরশীল।
এর মাধ্যমে যেকোনো তথ্য অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে আদান- প্রদান করা যায়। এ অধ্যায়ে আমরা ইন্টারনেট ও কেল টিভির মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে ইন্টারনেট ও কেবল- টিভির সংযোগ স্থাপন এবং কেন টিভি সংযোগ করে চ্যানেল টিউন করতে পারব।
এ অন্যায় পাঠ শেষে আমরা
• ইন্টারনেট সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করতে পাৱৰ,
• ইন্টারনেট সিস্টেম এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট শনাক্ত করতে পারব
• ব্রডব্যান্ড সংযোগের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারবা
• কেন টিভি সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করতে পারব • কেবল- টিভি সিস্টেম এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট শনাক্ত করতে পারব;
• বিভিন্ন ধরনের কেবুল ও কানেক্টর শনাক্ত করতে পারব;
• কানেক্টরের সাথে বিভিন্ন ধরনের কেবল সংযুক্ত করতে পারব
• কেবল -টিভি সংযোগ করে চ্যানেল টিউন করতে পারব।
• কাজ শেষ করে কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।
উপর্যুক্ত শিখনফলগুলো অর্জনের লক্ষ্যে এ অন্যরে আমরা চারটি ভাব সম্পন্ন করব। এ চারটি জবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কেবুল ও কানেক্টর সম্পর্কে ধারণা লাভ করতে পারব, বিএনসি কানেক্টরের (BNC Connector) সাথে কো-অ্যাক্সিয়াল কেবুল (Co-axial Cable) সংযুক্ত করতে পারব, আরজে- ৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর সাথে ইউটিপি কোরে (UTP Cable) স্ট্রেইট (Straight Through) ও এল ওভার (Cross over সংযোগ প্রদান করতে পারব এবং কেল টিভি সংযোগ করো চ্যানেল টিউন করতে পারব।

জবগুলো সম্পন্ন করার পূর্বে আমরা প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়সমূহ জানব ।
আরও দেখুনঃ