ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস

আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস

ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস  Internet and Cable TV Basics

ইন্টারনেট ও কেবল- টিভি আমাদের দৈনন্দিন জীবনে অনেক অবদান রাখছে। প্রযুক্তি জগতের এ অবদান আমাদের যোগাযোগ, শিক্ষা এবং বিনোদনের অন্যতম উৎস। বর্তমানে আমরা সকলেই ইন্টারনেট ও কেবল- টিভির ওপর আংশিক বা পরিপূর্ণভাবে নির্ভরশীল।

এর মাধ্যমে যেকোনো তথ্য অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে আদান- প্রদান করা যায়। এ অধ্যায়ে আমরা ইন্টারনেট ও কেল টিভির মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে ইন্টারনেট ও কেবল- টিভির সংযোগ স্থাপন এবং কেন টিভি সংযোগ করে চ্যানেল টিউন করতে পারব।

 

 

এ অন্যায় পাঠ শেষে আমরা

• ইন্টারনেট সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করতে পাৱৰ,
• ইন্টারনেট সিস্টেম এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট শনাক্ত করতে পারব
• ব্রডব্যান্ড সংযোগের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারবা
• কেন টিভি সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করতে পারব • কেবল- টিভি সিস্টেম এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্ট শনাক্ত করতে পারব;
• বিভিন্ন ধরনের কেবুল ও কানেক্টর শনাক্ত করতে পারব;
• কানেক্টরের সাথে বিভিন্ন ধরনের কেবল সংযুক্ত করতে পারব
• কেবল -টিভি সংযোগ করে চ্যানেল টিউন করতে পারব।
• কাজ শেষ করে কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।

 

 

ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস

 

 

উপর্যুক্ত শিখনফলগুলো অর্জনের লক্ষ্যে এ অন্যরে আমরা চারটি ভাব সম্পন্ন করব। এ চারটি জবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কেবুল ও কানেক্টর সম্পর্কে ধারণা লাভ করতে পারব, বিএনসি কানেক্টরের (BNC Connector) সাথে কো-অ্যাক্সিয়াল কেবুল (Co-axial Cable) সংযুক্ত করতে পারব, আরজে- ৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর সাথে ইউটিপি কোরে (UTP Cable) স্ট্রেইট (Straight Through) ও এল ওভার (Cross over সংযোগ প্রদান করতে পারব এবং কেল টিভি সংযোগ করো চ্যানেল টিউন করতে পারব।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

জবগুলো সম্পন্ন করার পূর্বে আমরা প্রয়োজনীয় তাত্ত্বিক বিষয়সমূহ জানব ।

আরও দেখুনঃ

Leave a Comment