ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

আজকের আলোচনার বিষয়ঃ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

পরিমাপ পদ্ধতি

  • প্রথমে নিশ্চিত হতে হবে যে মিটারে লো- ব্যাটারি সিম্বল দেখাচ্ছে কিনা?
  • মিটার বা টেস্ট লিড ভেঙ্গে গেলে মিটার ব্যবহার করা যাবে না
  • টেস্ট লিড এবং কিউজের কনটিনিউটি পরীক্ষা করতে হবে।

মিটার পরীক্ষার পদ্ধতিঃ

  • প্রথমে মিটার অন করে বার্জার অপশন সিলেক্ট করতে হবে:
  • লাল এবং কালো টেস্ট লিড শর্ট করতে হবে;
  • বাজার স্বাভাবিক শব্দ করলে মিটার ভালো আছে:
  • ডিসপ্লেতে কিছু না দেখালে ব্যাটারি চেক করতে হবে।

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

 

এসি ভোল্টেজ পরিমাপ

  • ফাংশন সুইচ ঘুরিয়ে ভি (V) ডি.সি. ভোল্টেজ পজিশনটি এ.সি. ডোস্টেজ পজিশনে আনতে হবে।
  • স্বাভাবিক ভাবে ডি.সি. অটো রেঞ্জ সিলেক্ট হয়ে থাে
  • ডিসপ্লেতে “অটো(AUTO)”, ” ডি.সি. ডোজে ” এবং “এমডি (mV)” দেখাবে:
  • এ.সি. পরিমাপের জন্য ” (SILECT)” বাটন একবার চাপতে হবে।
  • ডিসপ্লেতে “অটো (AUTO)” “এ.সি. ডোস্টেজ” এবং “ ভি (V)” দেখাবে,
  • লাল এবং কানো টেস্ট দিত এ.সি. সোর্সের দুই প্রান্তে সহযোগ করলে পাঠ পাওয়া যাবে।

ম্যানুয়াল মোডে পরিমাপ:

  • “ রেঞ্জ (RANGE)” বাটনের মাধ্যমে এ.সি. ভোল্টেজ 8V, 80V 800V, ৬০০V পর্যন্ত সিলেক্ট করে পরিমাপ করা যাবে;
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য হোল্ড(HOLD) বাটন চাপতে হবে,
  • এ.সি. ভোল্টেজের একুরেসি (Accuracy), ব্যান্ডউইথ (Bandwidth) 80 800 Hz পর্যন্ত গ্রহণ যোগ্য;
  • সর্বোচ্চ ৬০০ ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যাবে ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ডিসি ভোল্টেজ পরিমাপঃ

  •  স্বাভাবিক ভাবে ডি.সি. অটো রেঞ্জ সিলেক্ট হয়ে থাকবে, ডিসপ্লেতে “অটো (AUTO)”, “ ডি.সি. ভোল্টেজ ” এবং “এমভি (mV)” দেখাবে:
  •  লাল এবং কালো টেস্ট লিড ডি.সি. সোর্সের দুই প্রান্তে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে;
  •  ডি.সি. ভোল্টেজ পরিমাপের জন্য টেস্ট লিড পোলারিটি বিপরীত হলে মাইনাস (-) চিহ্ন দেখাবে।

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

 

ম্যানুয়াল মোডে পরিমাপ:

  •  “ রেঞ্জ ( RANGE)” বাটনের মাধ্যমে ডি.সি. ভোল্টেজ 800mV, V, 80V 800V, ৬০০V পর্যন্ত সিলেক্ট করে পরিমাপ করা যাবে;
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য হোল্ড (HOLD) বাটন চাপতে হবে,
  • সর্বোচ্চ ৬০০ ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যাবে।
  • ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং

ডি.সি. কারেন্ট পরিমাপ:

  •  স্বাভাবিক ভাবে ডি.সি. মিলি অ্যাম্পিয়ার ( mA Mili Ampere) – অটো রেঞ্জ (Auto Range ) সিলেক্ট হয়ে থাকবে;
  • ডিসপ্লেতে “অটো (AUTO)” * ডি.সি. কারেন্ট “” এমএ (mA)” দেখাবে
  • লাল এবং কালো টেস্ট লিড লোডের সিরিজে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে।

ম্যানুয়াল মোডে পরিমাপ:

  • “রেঞ্জ ( RANGE)” বাটনের মাধ্যমে ৪০এমএ-৪ ( 40mA – 400mA) পর্যন্ত সিলেক্ট করে পরিমাপ করা যাবে
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য হোল্ড (HOLD) বাটন চাপতে হবে;
  • সর্বোচ্চ 800mA পর্যন্ত পরিমাপ করা যাবে।

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

 

এ.সি. কারেন্ট পরিমাপ:

  •  ফাংশন সুইচ ঘুরিয়ে mA ডি.সি. কারেন্ট এ.সি. কারেন্ট পজিশনে আনতে হবে;
  • স্বাভাবিক ভাবে ডি.সি. মিলি অ্যাম্পিয়ার -অটো রেঞ্জ সিলেক্ট হয়ে থাকবে;
  • ডিসপ্লেতে “ অটো (AUTO)” “ ডি.সি. কারেন্ট “”এমএ(mA)” দেখাবে
  • “সিলেক্ট (SELECT)” বাটন একবার চেপে এ.সি. কারেন্ট সিলেক্ট করতে হবে:
  •  ডিসপ্লেতে “অটো (AUTO)” “এ.সি. কারেন্ট”, “এমএ(MA)” দেখাবে
  • লাল এবং কালো টেস্ট লিড লোডের সিরিজে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে।
  • ম্যানুয়াল মোডে পরিমাপ:
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য হোল্ড(HOLD) বাটন চাপতে হবে;
  • “ রেঞ্জ (RANGE)” বাটনের মাধ্যমে ৪০এমএ-৪০০ এমএ ( 40mA 400mA) পর্যন্ত সিলেক্ট করে পরিমাপ করা যাবে
  •  সর্বোচ্চ ৪০০এমএ (400mA) পর্যন্ত পরিমাপ করা যাবে ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

ফ্রিকোয়েন্সি পরিমাপ:

  • ফাংশন সুইচ ঘুরিয়ে Hz (হার্টজ – Hertz) পজিশনে আনতে হবে;
  •  স্বাভাবিক ভাবে ক্ৰিকোরেলি অটো রেঞ্জ সিলেট হরে থাকবে:
  • ডিসপ্লেতে ” H2 ” সিম্বল দেখাবে;
  • লাল এবং কালো টেস্ট লিড কন্ডাক্টরের দুই প্রান্ধে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে,
  • এ অপশনটি অটো রেঞ্জ CH2-100KHz এ কাজ করে, ম্যানুয়াল কাজ করে না ।

 

ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস পরিমাপক পদ্ধতি

 

রেজিস্টেন্স পরিমাপ:

  • ফাংশন সুইচ ঘুরিয়ে 12 ডায়োড, বার্জার, ক্যাপাসিটেন্স পজিশনে আনতে হবে;
  • স্বাভাবিক ভাবে ওহম অটো রেঞ্জ সিলেক্ট হয়ে থাকবে;
  • ডিসপ্লেতে “AUTO”, “M2” দেখাবে
  • লাল এবং কালো টেস্ট লিড রেজিস্টরের দুই প্রান্তে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে।

ম্যানুয়াল মোডে পরিমাপ :

  • ম্যানুয়াল মোডে পরিমাপের জন্য “RANGE” বাটনের মাধ্যমে 80012, 8k12, 80k 2, 8002, 8M2, 80M2 (40012, 4k.2, 40ks2, 400ks2, 4M 2, 40M≤2) পর্যন্ত সিলেক্ট করে পরিমাপ করা যাবে;
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য হোল্ড (HOLD) বাটন চাপতে হবে ।

ক্যাপাসিটেন্স পরিমাপ :

  • প্রথমে ক্যাপাসিটর শর্ট করে ডিসচার্জ করতে হবে;
  • ফাংশন সুইচ ঘুরিয়ে 12 ডায়োড ক্যাপাসিটেন্স পজিশনে আনতে হবে;
  •  স্বাভাবিক ভাবে ওহম অটো রেঞ্জ সিলেক্ট হয়ে থাকবে;
  • SELECT বাটন তিনবার চাপতে হবে, ডিসপ্লেতে “ AUTO”, “nF” সিম্বল দেখাবে;
  • লাল এবং কালো টেস্ট লিড ক্যাপাসিটরের দুই প্রান্তে সংযোগ করলে পাঠ পাওয়া যাবে;
  • পরিমাপকৃত মান ডিসপ্লেতে স্থির রাখার জন্য HOLD বাটন চাপতে হবে।
  • এ অপশনটি অটো রেঞ্জ nF এবং JIF কাজ করে, ম্যানুয়াল কাজ করে না ।

আরও দেখুনঃ

Leave a Comment