ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট

আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট

ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট (Tools and Equipment ofInternet System)

ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য সর্বপ্রথম কেলিং করা প্রয়োজন। কেবলিং করার জন্য যে সমস্ত টুলস্ প্রয়োজন সেগুলো হলো ক্রিম্পার, কেবল টেস্টার, আরজে ৪৫ কানেক্টর, ওয়্যার স্ট্রিপার ইত্যাদি।

ইন্টারনেট সিস্টেমে ব্যবহৃত টুলগুলোর মধ্যে মডেম (Modem), রাউটার (Router), ফায়ার ওয়ান (Firewall), সুইচ(Switch), ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা ওয়াপ (Wireless Access Point or WAP ) ইত্যাদি অন্যতম ।ক্রিম্পার (Crimper): এটি আরজে ৪৫ কানেক্টর(RJ-45 Connector) কে ইউটিপি কেবলের UTP Cable Unshielded Twisted Pair Cable) সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া কেবল কাটার জন্যও এটি ব্যবহৃত হয়।

ক্রিম্পার (Crimper): এটি আরজে-৪৫ কানেক্টর(RJ-45 Connector) কে ইউটিপি কেবলের (UTP Cable Unshielded Twisted Pair Cable) সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া কেবল কাটার জন্যও এটি ব্যবহৃত হয়।

 

ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট

 

কেবল টেস্টার (Cable Tester): নেটওয়ার্ক কেবল টেস্টার ( Network Cable Tester) হলো এমন একটি ডিভাইস যা কেবল সংযোগের ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এ ডিভাইসটি নেটওয়ার্ক টেকনিশিয়ান, নেটওয়ার্ক পরীক্ষক ও কেবল পরীক্ষকের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেটওয়ার্ক সম্পর্কিত অন্যান্য কাজের জন্যও প্রয়োজন হয়। এটি মূলত ইউটিপি কেবুলের(UTP Cable) সংযোগকে টেস্ট(Test) করার জন্য ব্যবহৃত হয়।

 

ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট

 

আরজে- ৪৫ কানেক্টর ( RJ-45 Connector): আট-পিনের এ কানেক্টরটি ইউটিপি কেবুলের(UTP Cable) সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। আরজে- ৪৫ কানেক্টর(RJ-45 Connector) একটি স্ট্যান্ডার্ড ইন্টারফেস (Standared Interface) যা একটি কম্পিউটারকে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) এর সাথে সংযুক্ত করে। এটি মূলত টেলিফোন যোগাযোগের জন্য তৈরি হয়েছিল । তবে এখন ইহা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। RJ-45 এর পূর্ণরূপ হচ্ছে Registered Jack-45.

রাউটার (Router): রাউটার এক বা একাধিক ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে এবং ডিভাইসগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করতে সহায়তা করে। এছাড়াও ডিভাইসের স্থানীয় নেটওয়ার্ক তৈরি করতে রাউটার ব্যবহৃত হয়।

 

ইন্টারনেট সিস্টেমের টুলস্ ও ইকুইপমেন্ট

 

মডেম (Modem): মডেম হচ্ছে এমন একটি ডিভাইস যা সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider-ISP) কর্তৃক সরবরাহ করা হয় এবং এক বা একাধিক কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। এটি মূলত মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে থাকে।

রিপিটার (Repeater): রিপিটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি সংকেত গ্রহণ করে সেই সংকেতকে বর্ধিত করে এবং পুনরার প্রেরণ করে। সংকেতকে বর্ধিত করার মাধ্যমে দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করার জন্য ইহা ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের রিপিটার আছে। যেমন- একটি টেলিফোন রিপিটার যা একটি টেলিফোন লাইনের পরিবর্ধক, একটি অপটিক্যাল রিপিটার বা একটি অল্টো ইলেকট্রনিক সার্কিট। ইহা একটি অপটিক্যাল ফাইবার কেবুলের মধ্যে আলোর রশ্মিকে বাড়িয়ে তোলে এবং একটি রেডিও রিপিটার, যা একটি রেডিও রিসিভার এবং ট্রান্সমিটার দ্বারা একটি রেডিও সিগন্যালকে পুনরায় বর্ধিত করে প্রেরণ করে।

(Firewall)। বাবার ওয়ান একটি হার্ডওয়্যার বা সফটওয়্যার যা ফিল্টার বা দারোয়ানের মতো কাজ করে এবং অননুমোতি ব্যবহারকে একটি ফার্মের অন্যতরীণ বা কোমশীল ডাটা বা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা থেকে বিরত রাখে।

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

সুইচ (Switch)। সুইচ এর সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়। ইহাকে লোকাল এরিয়া নেটগুম্বার্ক(LAN) বলে। সুইচ এ ৪টি থেকে ২৪টি পর্যন্ত পোর্ট থাকে এবং এতে ফাইবার সংযোগ পোর্ট অন্তর্ভুক্ত থাকতে পারে।

(Wireless Access Point – WAP) অ্যাক্সেস পয়েন্ট একটি নেটওয়ার্কের নেটওয়ার্ক কেলসহ যেকোনো মারণ ডিভাইস লোডে জায়ারলেস ইন্টারনেট আওতায় আনা যায়।

আরও দেখুনঃ

Leave a Comment