ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

আজকে আমরা ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

এর  উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য প্রস্তুতি গ্রহণকরণে দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড:

  • কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা;
  •  শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করা;
  • শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট নির্বাচন ও সংগ্রহ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে বিভিন্ন টুলস ও ইকুই-পমেন্ট পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  •  কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ( পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ব্যবহারিক ১: ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত বিভিন্ন টুলস ও ইকুইপমেন্ট ব্যবহারের প্রস্তুতি গ্রহণকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি

 

ক্রমিক নংযন্ত্রপাতির নামসংক্ষিপ্ত বিবরণপরিমাণ
সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট/২২০ভোল্ট০১টি
ডিসোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১টি
লং নোজ প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কাটিং প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
কম্বিনেশন প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্পলং ১০x ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্ব০১টি
ওয়্যার ব্রাশস্ট্যান্ডার্ড০১টি
টুইজারপ্রফেশনাল স্টেইনলেস স্টীল০১টি
স্টার স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
১০ফ্লাট স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
১১নিয়ন ল্যাম্প টেস্টারস্ট্যান্ডার্ড সাইজ০১টি
১২ইলেকট্রিশিয়ান নাইফ,৩ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
১৩ওয়্যার স্টিপারস্ট্যান্ডার্ড সাইজ০১টি
১৪হেক্সাগন কীস্ট্যান্ডার্ড০১টি
১৫ড্রিল মেশিনস্ট্যান্ডার্ড সাইজ০১টি
১৬হটগানস্ট্যান্ডার্ড০১টি
১৭অডিও ফ্রিকোয়েন্সি (AF) সিগন্যাল জেনারেটরস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
১৮অডিও ফ্রিকোয়েন্সি (AF) সিগন্যাল জেনারেটরস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
১৯রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সিগন্যাল জেনারেটরস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২০অ্যামিটারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২১ভোল্ট মিটারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২২এভো (AVO) মিটার/মাল্টিমিটার(অ্যানালগ ও ডিজিটাল)স্ট্যান্ডার্ড কোয়ালিটি০২টি
২৩ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ(DSO)স্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২৪ফ্রিকোয়েন্সি মিটারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২৫ডিজিটাল এলসিআর মিটারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
২৬ট্যাকো মিটারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি

 

ওয়ার্কশপ সতর্কতা

 

কাজের ধারা :

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস এর তালিকা প্রস্তুত করবে।

৩. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত ইকুইপমেন্ট এর তালিকা প্রস্তুত করবে।

৪. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুই পমেন্টসমূহ নির্বাচন করবে।

৫. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সংগ্রহ করবে।

৬. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ পর্যবেক্ষণ করবে।

৭. ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহের কাজ ও ব্যবহার সম্পর্কে জানবে।

৮. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

৯. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতা :

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
  • ইলেকট্রনিক্স ল্যাবে ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা

আরও দেখুনঃ

Leave a Comment