ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা 

আজকে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা 

 

ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা

বর্তমান প্রজন্ম ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্ররোগের মাধ্যমে উদ্ভাবনকৃত রোবট যন্ত্রগুলো নির্ভুল, স্বল্প সময় ও দক্ষতার সাথে কাজ করতে সক্ষমতার পরিচয় দিচ্ছে। ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্টসমূহ ব্যবহারের গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ইলেকট্রনিক ডিভাইস এবং কম্পোনেন্টসমূহ ব্যবহারের সময় আমাদের প্রায়শই নানাবিধ সমস্যা দেখা দেয়। এ সমস্যাগুলো সমাধানকল্পে কম্পোনেন্টসমূহ টেস্ট করতে হয়। টেস্ট করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরণের টুলস, ইকুইপমেন্ট ও পরিমাপক যন্ত্র।

 

ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা 

 

সতর্কতাঃ

  • ৩ কেভিএ (KVA-Kilo Volt Ampere) এর বেশি ইলেকট্রিক সার্কিটে ব্যবহার করা যাবে না;
  •  মিটার বা টেস্ট লিড ভেঙ্গে গেলে বা নষ্ট হয়ে গেলে ব্যবহার করা যাবে না;
  •  এ.সি. ৩০ ভোল্ট আরএমএস (rms Root Mean Square বা ৪০.২ ভোল্ট পিক (Peak)) অথবা ডি.সি. ৬০ ভোল্ট এর বেশি পরিমাপ করতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে;
  •  মিটারের কেসিং খুলে ব্যবহার করা যাবে না;
  • নির্দিষ্ট ডিজাইনের ফিউজ ব্যবহার করতে হবে, ফিউজের বিকল্প বা শর্ট করা যাবে না;
  • টেস্ট লিড সংযোগ করার সময় প্রথমে কালো টেস্ট লিড সংযোগ করতে হবে এবং সংযোগ বিচ্ছিন্ন করার সময় প্রথমে লাল টেস্ট লিড বিচ্ছিন্ন করতে হবে;

 

ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পরিমাপের সতর্কতা 

 

  • পরীক্ষা করার সময় ফিঙ্গার গার্ডের নীচে কখনই আঙুল দেয়া যাবে না;
  • ফাংশন পরিবর্তন করার সময় অবশ্যই টেস্ট লিড বিচ্ছিন্ন রাখতে হবে;
  • পরিমাপ করার সময় অবশ্যই ফাংশন নব এবং রেঞ্জ সঠিকভাবে সেট করতে হবে;
  • ভেজা হাতে অথবা ভেজা আবহাওয়ায় মিটার ব্যবহার করা যাবে না;
  • ফিউজ বা ব্যাটারি পরিবর্তন ছাড়া ব্যাক পার্ট খোলা যাবে না। মূল স্পেসিফিকেশনের কোন পরিবর্তন করা যাবে না ;
  • শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটের কাছে মিটার ব্যবহার করা যাবে না;
  •  মাল্টিমিটার শুধুমাত্র ইনডোরে ব্যবহারের জন্য ।
google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment