আজকে আমাদের আলোচনার বিষ-ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিংব্যাবহারিক
Table of Contents
ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিংব্যাবহারিক
জব ১:
ফিচার মোবাইল ফোনের কিপ্যাড সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ফিচার মোবাইল ফোনের কিপ্যাড সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণর ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল করবে।
• মোবাইল ফোনের পাওয়ার সুইচ অন করে কিপ্যাড এর ত্রুটি শনাক্ত করবে।
সম্ভাব্য টিসমূহ: কিপ্যাড কাজ করেনা।
কিপ্যাড এর কিছু কি কাজ করে, কিছু কী কাজ করে না। কিপ্যাড এর কিছু কি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে থাকে।
• মোবাইল ফোনের পাওয়ার সুইচ অফ করবে।
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করবে।
• মোবাইল ফোন যতে ব্যাটারি পৃথক করবে।
• মোবাইল ফোন যতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করবে।
• মোবাইল ফোনের চিহ্নিত করবে এবং ডু ড্রাইভার ব্যবহার করে ড্র পৃথক করবে।
স্যামসং, ওয়ালটন, সিম্পনি ও চায়না ব্রান্ডের মোবাইল ফোনে সাধারণত স্টার স্ক্রু এবং নোকিয়া মোবাইল ফোনে T4, TS, T6 টাইপের স্ক্রু ব্যবহার করা হয়। তাই মোবাইল ফোনের স্ক্রু খুলার জন্য স্টার, প্লেট, টি৪, টি৫, টি৬ ইত্যাদি স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়)
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করবে।
• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা সার্কিট বোর্ডকে পৃথক করবে।
• টুইজার দিয়ে কিপ্যাড এর সার্কিট বোর্ড পৃথক করবে।
মোবাইল ফোনে ব্যাটারি সংযুক্ত করে পাওয়ার অন করবে।
• কিপ্যাড এর বিভিন্ন কি পরীক্ষা করবে।
মাল্টিমিটারকে ওহম রেঞ্জে সেট করবে।
কিপ্যাড আইসি হতে ডায়াগ্রাম অনুযায়ী কিপ্যাড কানেকশন পরীক্ষা করবে।
কানেকশন সমস্যা থাকলে কিপ্যাড আইসি এবং কিপ্যাড কানেক্টরকে রি-সোল্ডারিং করবে।
• রি-সোল্ডারিং করার পর সমস্যার সমাধান না হলে আইসি পরিবর্তন করবে।
• আইসি পরিবর্তনে সমস্যার সমাধান না হলে ডায়াগ্রাম অনুযায়ী কিপ্যাড আইসি অপসারণ করে কিপ্যাড আইসি এর জাম্পার কানেকশন তৈরি করবে
ফোনে ব্যাটারি বা ডিসি পাওয়ার সাপ্লাই (৩.৭ ভোল্ট সেট করে) সংযুক্ত করে পরীক্ষা করবে।
মোবাইল ফোন অ্যাসেম্বল করবে।
• যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।
সতর্কতা
কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
• যন্ত্রপাতি ও মালামাল সতর্কভাবে সংগ্রহ করা।
সোল্ডারিং আয়রন ব্যবহারের সময় সতর্ক থাকা যেন আয়রনের বিটে হাত না লাগে ।
• মাল্টিমিটারকে সঠিক রেঞ্জে সেট করে কম্পোনেন্ট পরীক্ষা করা।
• কম্পোনেন্ট পরিবর্তনের সময় একই মানের বা সমতুল্য কম্পোনেন্ট সংযুক্ত করা।
জাম্পার ওয়্যার কানেকশনের সময় জাম্পার ওয়্যারের দুই প্রাপ্ত ভালোভাবে পরিষ্কার করা।
জব ২:
ফিচার মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ফিচার মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণে দক্ষতা অর্জন করতে পারবে
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল নির্বাচন করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করবে।
• মোবাইল ফোনে ব্যাটারি সংযুক্ত করে পাওয়ার অন করে ত্রুটি শনাক্ত করবে।
ত্রুটিসমূহ: সাদা ডিসপ্লে (হোয়াইট স্ক্রীন ডিসপ্লে)
ডিসপ্লে এর লাইট নাই
ডিসপ্লে এর লাইট বা ব্রাইটনেস কম
ডিসপ্লে এর কালার সমস্যা
ডিসপ্লেতে কোনো কিছুই আসেনা বা অন্ধকার ডিসপ্লে
• মোবাইল ফোনের পাওয়ার সুইচ অফ করবে।
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করবে,
• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করবে।
• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করবে।
• মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করবে এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু পৃথক করবে। (স্যামসং, ওয়ালটন,
সিম্পনি ও চায়না ব্রান্ডের মোবাইল ফোনে সাধারণত স্টার ফ্লু এবং নোকিয়া মোবাইল ফোনে T4, T5, T6 টাইপের
ব্লু ব্যবহার করা হয়। তাই মোবাইল ফোনের স্ক্রু খুলার জন্য স্টার, প্লাট, টি৪, টি৫, টি৬ ইত্যাদি স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়)
মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করবে। • টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে
মাদারবোর্ড বা সার্কিট বোর্ডকে পৃথক করবে।
.
টুইজার দিয়ে এলসিডি এর লক খুলে এলসিডি ডিসপ্লে পৃথক করবে।
এলসিডি ডিসপ্লে এর কানেকশন রি-সোল্ডার করবে।
• মাল্টিমিটারকে × ১০ বা ১০০ ওহম রেঞ্জে সেট করবে।
• ডিসপ্লে লাইট বা ব্রাইটনেস কম বা ডিসপ্লে লাইট না থাকলে ডায়াগ্রাম অনুযায়ী ডিসপ্লে ব্যাক-
লাইটের পিনের কানেকশন পরীক্ষা করবে।
• মাল্টিমিটারকে ডিসি ১০ ভোল্ট রেঞ্জে সেট করে ব্যাক-লাইট পিনের ভোল্টেজ পরীক্ষা করবে। ডায়াগ্রাম অনুযায়ী
ব্যাক-লাইট পিনের জাম্পার কানেকশন তৈরি করবে।
মোবাইল ফোনে ব্যাটারি বা ডিসি পাওয়ার সাপ্লাই সংযুক্ত করে পাওয়ার অন করে পরীক্ষা করবে
সাদা ডিসপ্লে বা ডিসপ্লে কালার সমস্যা বা অন্ধকার ডিসপ্লে সমস্যার জন্য ডিসপ্লে এর ডাটা পিে
কানেকশন মাল্টিমিটারের ওহম রেঞ্জে সেট করে পরীক্ষা করবে।
• মাল্টিমিটারকে ভোল্টেজ রেঞ্জে সেট করে ডিসপ্লে এর ডাটা পিন ভোল্টেজ পরীক্ষা করবে।
• এলসিডি ডিসপ্লে ডাটা পিনসমূহ ডায়াগ্রাম অনুয়ায়ী জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার কানেকশন তৈি করবে।
ব্যাটারি বা ডিসি পাওয়ার সাপ্লাই (৩.৭ ভোল্ট সেট করে) সংযুক্ত করে এলসিডি ডিসপ্লে পরীক্ষা
করবে।
• মোবাইল ফোন অ্যাসেম্বল করবে।
• যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।
সতর্কতা
কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা। • যন্ত্রপাতি ও মালামাল সতর্কভাবে সংগ্রহ করা।
• সোল্ডারিং আয়রন ব্যবহারের সময় সতর্ক থাকা যেন আয়রনের বিটে হাত না লাগে।
• মাল্টিমিটারকে সঠিক রেঞ্জে সেট করে কম্পোনেন্ট পরীক্ষা করা।
কম্পোনেন্ট পরিবর্তনের সময় একই মানের বা সমতুল্য কম্পোনেন্ট সংযুক্ত করা।
জাম্পার ওয়্যার কানেকশনের সময় জাম্পার ওয়্যারের দুই প্রান্ত ভালোভাবে পরিষ্কার করা।
জব ৩:
ফিচার মোবাইল ফোনের চার্জিং সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ফিচার মোবাইল ফোনের চার্জিং সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• ফিচার মোবাইল ফোনের জুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল নির্বাচন করবে।
• ফিচার মোবাইল ফোনের জুটি নির্ণর ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সাহ
করবে। • চার্জার সংযুক্ত করে চার্জিং এর সমস্যা শনাক্ত করবে।
সমস্যা বা বুটিসমূহ
চার্জার কানেকশন করলে নট চার্জিং ম্যাসেজ প্রদর্শন করে। চার্জার কানেকশন করলে চার্জিং সিঙ্কল প্রদর্শন করে, কিন্তু চার্জ হয় না।
ফোন ধীরগতিতে চার্জ হয়।
চার্জিং এর সময় ফোন প্রচন্ড গরম হয়।
মোবাইল ফোনের পাওয়ার সুইচ অফ করবে।
• মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করবে।
• মোবাইল ফোন যতে ব্যাটারি পৃথক করবে।
• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করবে।
• মোবাইল ফোনের চিহ্নিত করবে এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে ড্র পৃথক করবে। • মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করবে।
সতর্কতা
• কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
• যন্ত্রপাতি ও মালামাল সতর্কভাবে সংগ্রহ করা।
• সোল্ডারিং আয়রন ব্যবহারের সময় সতর্ক থাকা যেন আয়রনের বিটে হাত না লাগে।
মাল্টিমিটারকে সঠিক রেঞ্জে সেট করে কম্পোনেন্ট পরীক্ষা করা।
• কম্পোনেন্ট পরিবর্তনের সময় একই মানের বা সমতুল্য কম্পোনেন্ট সংযুক্ত করা।
জাম্পার ওয়্যার কানেকশনের সময় জাম্পার ওয়্যারের দুই প্রাপ্ত ভালোভাবে পরিষ্কার করা ।
জব ৪:
ফিচার মোবাইল ফোনের সিম কার্ড সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ফিচার মোবাইল ফোনের সিম কার্ড সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল নির্বাচন করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করবে।
মোবাইল ফোনে সিম কার্ড ও ব্যাটারি সংযুক্ত করে পাওয়ার অন করে ত্রুটি শনাক্ত করবে।
ত্রুটিসমূহ: ইনসার্ট সিম কার্ড । সিমকার্ড ঠিকমতো কাজ করেনা।
মোবাইল ফোনের পাওয়ার সুইচ অফ করবে।
মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করবে
মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করবে।
মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করবে।
মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করবে এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু পৃথক করবে।
মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করবে।
• টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা সার্কিট বোর্ডকে পৃথক করবে।
সিম কার্ড সেকশন শনাক্ত করবে।
. সিম কার্ড আইসি এবং সিম কার্ড কানেক্টর শনাক্ত করবে।
সিম কার্ড আইসি এবং কানেক্টরকে রি-সোল্ডারিং করবে।
• মাল্টিমিটারকে ১০ ওহম রেঞ্জে বা ১০০ ওহম রেঞ্জে সেট করবে।
সিম কার্ড কানেক্টরের বিভিন্ন পিনের কানেকশন পরীক্ষা করবে।
সিম কার্ড কানেক্টরের কানেকশন সমস্যা থাকলে জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার কানেকশন তৈরি করবে।
সতর্কতা
কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
• যন্ত্রপাতি ও মালামাল সতর্কভাবে সংগ্রহ করা।
• সোল্ডারিং আয়রন ব্যবহারের সময় সতর্ক থাকা যেন আয়রনের বিটে হাত না লাগে।
• মাল্টিমিটারকে সঠিক রেঞ্জে সেট করে কম্পোনেন্ট পরীক্ষা করা।
• কম্পোনেন্ট পরিবর্তনের সময় একই মানের বা সমতুল্য কম্পোনেন্ট সংযুক্ত করা।
জাম্পার ওয়্যার কানেকশনের সময় জাম্পার ওয়্যারের দুই প্রান্ত ভালোভাবে পরিষ্কার করা।
জব ৫:
ফিচার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেকশনের ত্রুটি নির্ণয় ও মেরামতকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ফিচার মোবাইল ফোনের নেটওয়ার্ক সেকশনের ত্রুটি নির্ণয়
ও মেরামতকরণে দক্ষতা অর্জন করতে পারবে ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল নির্বাচন করবে।
• ফিচার মোবাইল ফোনের ত্রুটি নির্ণয় ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ
করবে।
• মোবাইল ফোনে সিম কার্ড এবং ব্যাটারি সংযুক্ত করে পাওয়ার সুইচ অন করে নেটওয়ার্ক পরীক্ষা
করবে।
ফিচার মোবাইল ফোন মেরামত ও সার্ভিসিং
ত্রুটি: মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করে না। নেটওয়ার্ক কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না। নেটওয়ার্ক দুর্বল।
• মোবাইল ফোনের পাওয়ার সইচ অফ করবে।
মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ব্যাক কভার পৃথক করবে।
• মোবাইল ফোন হতে ব্যাটারি পৃথক করবে।
• মোবাইল ফোন হতে মেমোরি কার্ড ও সিম কার্ড পৃথক করবে।
মোবাইল ওপেনার দিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট কভার পৃথক করবে।
টুইজার বা মোবাইল ওপেনার দিয়ে বড়ি হতে মাদারবোর্ড বা সার্কিট বোর্ডকে পৃথক করবে।
মোবাইল ফোনের স্ক্রু চিহ্নিত করবে এবং স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু পৃথক করবে। • নেটওয়ার্ক সেকশনের
নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক অ্যান্টেনা সুইচ রি-সোল্ডার করবে।
মোবাইল ফোনের নেটওয়ার্ক সেকশন শনাক্ত করবে।
নেটওয়ার্ক সেকশনের নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক অ্যান্টেনা সুইচ শনাক্ত করবে।
• মাল্টিমিটারকে x১০ ওহম রেঞ্জে বা ×১০০ ওহম রেঞ্জে সেট করবে।
নেটওয়ার্ক সেকশনে সংযুক্ত কম্পোনেন্ট পরীক্ষা করবে।
নেটওয়ার্ক আইসি পরিবর্তন করবে।
• নেটওয়ার্ক আইসি এবং নেটওয়ার্ক অ্যান্টেনা সুইচের কানেকশন পরীক্ষা করবে।
কানেকশন সমস্যা থাকলে জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার কানেকশন তৈরি করবে।
• ব্যাটারি ও সিম কার্ড সংযুক্ত করে পাওয়ার সুইচ অন করে নেটওয়ার্ক টেস্ট করবে।
• মোবাইল ফোন অ্যাসেম্বল করবে।
• যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ বা সংরক্ষণ করবে।

সতর্কতা
কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা। • যন্ত্রপাতি ও মালামাল সতর্কভাবে সংগ্রহ করা।
• সোল্ডারিং আয়রন ব্যবহারের সময় সতর্ক থাকা যেন আয়রনের বিটে হাত না লাগে।
• মাল্টিমিটারকে সঠিক রেঞ্জে সেট করে কম্পোনেন্ট পরীক্ষা করা ।
• কম্পোনেন্ট পরিবর্তনের সময় একই মানের বা সমতুল্য কম্পোনেন্ট সংযুক্ত করা।
জাম্পার ওয়্যার কানেকশনের সময় জাম্পার ওয়্যারের দুই প্রান্ত ভালোভাবে পরিষ্কার করা।
আরও দেখুনঃ