ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা (Description the Various Component’s Function of Feature Mobile Phone)

অনুচ্ছেদ ৩.১.৭ এ (চিত্র-৩.২০) ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর নাম উল্লেখ এবং নিম্নে এর কাজসমূহ বর্ণনা করা হলো-

অ্যান্টেনা (Antenna )

অ্যান্টেনা রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ এবং প্রেরণ করতে ব্যবহৃত হয়। এটি মোবাইল ফোনের ক্যাবিনেটে অন্তনির্মিত। এটিকে ইনবিল্ট অ্যান্টেনা বলা হয় ।

ব্যাটারি (Battery)

ব্যাটারি মোবাইল ফোনের বিদ্যুৎ সরবরাহের একমাত্র উৎস। মোবাইল ফোনে সাধারণত ৩.৭ ভোল্টের লিথিয়ান আয়ন (Li-Ion: Lithium-Ion) ব্যাটারি ব্যবহার করা হয়। কিছু ফোনে নিকেল ক্যাডমিয়াম (Ni-CD Nickel Cadmium) নিকেল মেটাল হাইড্রাইড (Mi MH Nickel Metal Hydride) ব্যাটারি ব্যবহার
করা হয়।

ব্যাটারি চার্জার (Battery Charger)

মোবাইল সেল ফোনের ব্যাটারি রিচার্জ করতে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে সাধারণ ব্যাটারি চার্জার, ট্র্যাভেল অ্যাডাপ্টার (TA), সিগার লাইটার অ্যাডাপ্টার (CLA) ইত্যাদি।

 

ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

 

কিপ্যাড (Keypad)

নাম্বার ডায়ালিং এবং পাঠ্য বার্তা (টেক্সট এসএমএস) প্রেরণ করার জন্য কিপ্যাড ব্যবহার করা হয়।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)

সিপিইউ (CPU) মোবাইল ফোনের প্রধান কন্ট্রোল সেকশন। এটি সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করে এবং সমস্ত প্রসেসিং কাজ সম্পন্ন করে।

র‍্যাম (RAM: Random Access Memory )

র্যাম একটি ক্ষয়যোগ্য (Erasable) স্মৃতি (Memory) যেখানে পুরোনো ডাটা এবং তথ্য মুছতে পারে।
নতুন ডাটা এবং তথ্য সংরক্ষণ করা যায়।

(ROM: Read Only Memory)

এমন একটি স্মৃতি যা কেবল পঠনযোগ্য। এটি মুছা যায় না। রম এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।

ডিসপ্লে (Display)

মোবাইল ফোনের এই অংশটি সমস্ত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। মোবাইল ফোনে ডিসপ্লে সাধারণত

টিএফটি (TFT : Thin Film Transistor Display), এলসিডি (LCD Liquid Crystal Display), ডিএফডি (VFD Vacuum Fluorescent Display) ব্যবহার করা হয়।

 

ফিচার মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট এর কাজ বর্ণনা

 

অ্যান্টেনা সুইচ (Antenna Switch)

অ্যান্টেনা সুইচ মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি গ্রহণ, প্রেরণ এবং সুইচিং এর কাজ করে।

অডিও আইসি (Audio IC)

এই আইসিটির প্রধান কাজ হলো অডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা, নিয়ন্ত্রণ এবং শব্দ উৎপাদন করা।

এলইডি (LED Light Emitting Diode)

এটি কিবোর্ড এবং ডিসপ্লেতে আলো তৈরি করতে ব্যবহৃত হয়। মোবাইল ফোনে টর্চ লাইট সুবিধা পাওয়ার জন্য এলইডি ব্যবহার করা হয়।

আরএফ ক্রিস্টাল (RF Crystal)

আরএফ ক্রিস্টাল মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সেল ফোনে সাধারণত ১৩ মেগাহার্টজ, ২৬ মেগাহার্টজ, ১৯.২ মেগাহার্টজ বা ৩৬.৪ মেগাহার্টজ ক্রিস্টাল ব্যবহৃত হয়। এই ক্রিস্টাল ত্রুটিযুক্ত থাকলে ফোনটি
অকার্যকর হয়ে যায়।

ইয়ার স্পিকার (Ear Speaker)

ইয়ার স্পিকার মোবাইল ফোনের উপরের দিকে মাউন্ট করা থাকে। এটি মোবাইল ফোনে কথা বলার সময় শব্দ
শুনতে সহায়তা করে।

মাইক্রোফোন (MIC: Microphone )

মোবাইল ফোনে কথা বলার সময় এটি কথা বা ভয়েস সিগন্যালকে সমতুল্য বৈদ্যুতিক সংকেতে বা টোন সংকেতে
রুপান্তর করে। পরবর্তীতে এ সংকেতটি অডিও আইসিতে প্রেরণ করা হয়।

ভাইব্রেটর মোটর (Vibrator Motor)

এটি সাইলেন্ট মোডে বা বিকল্প চালু থাকা অবস্থায় আগত কল বা বার্তাগুলোর সময় কম্পন সতর্কতা সরবরাহ করে।
সিম কার্ড সকেট (SIM Card Socket)
সিম কার্ড ব্যবহার এবং সিম কার্ডের ডাটা সিপিইউতে প্রেরণের জন্য সিম কার্ড সকেট ব্যবহার করা হয়।

মেমরি কার্ড সকেট (Memory Card Socket)

বাহ্যিক মেমরি স্টোরেজ কার্ড যেমন ফটো, ভিডিও, অডিও ইত্যাদির মতো ডাটা সঞ্চয় করতে এসডি কার্ড, মিনি এসডি কার্ড এবং মাইক্রো এসডি কার্ড ব্যবহৃত হয় । বহিরাগত মেমরি (External Memory) মোবাইল ফোনে সংযুক্ত করার জন্য মেমোরি কার্ড সকেট ব্যবহার করা হয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

হ্যান্ডস্ ফ্রি কানেক্টর (Hands Free Connector)

হ্যান্ডস্ ফ্রি কানেক্টরের মাধ্যমে মোবাইল ফোনে হেড ফোন বা কানের ফোন ব্যবহার করে ফোনটি হাতে না
ধরে কথোপকথন চালিয়ে যেতে সহায়তা করে।

ইউএসবি কানেক্টর (USB Connector)

মোবাইল ফোন চার্জিং এবং ডাটা আদান-প্রদানের জন্য মাইক্রো ইউএসবি কানেক্টর ব্যবহার করা হয়।
ক্যামেরা (Camera ) মোবাইল ফোনে ভিডিও রেকর্ড এবং ছবি ক্যাপচারের জন্য একটি ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়।

আরও দেখুনঃ

Leave a Comment