আজকে আমরা ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ
এর উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণে দক্ষতা অর্জন করতে পারবে।
পারদর্শিতার মানদন্ড :
- কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করে কাজ শুরু করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টের এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস এর তালিকা প্রস্তুত করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস নির্বাচন ও সংগ্রহ করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টের নির্বাচন ও সংগ্রহ করা;
- ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস ব্যবহার করা ;
- কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলসসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
- কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল :
ক্রমিক নং | সুরক্ষা সরঞ্জামের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | ফেস মাস্ক | সার্জিক্যাল | ০১ টি |
২ | ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৩ | অ্যাপ্রোন | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৪ | প্রোটেকটিভ গগলস | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ টি |
৫ | সেফটি সুজ | কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী | ০১ জোড়া |
৬ | ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট | স্ট্যান্ডার্ড | ০১ টি |

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস):
ক্রমিক নং | যন্ত্রপাতির নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | সোল্ডারিং আয়রন | ৪৫ ওয়াট /২২০ ভোল্ট | ০১টি |
২ | ডিসোল্ডারিং পাম্প বা সাকার | স্ট্যান্ডার্ড | ০১টি |
৩ | লং নোজ প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৪ | কাটিং প্লায়ার্স | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৫ | ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প | লং ১০x ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প | ০১টি |
৬ | ওয়্যার ব্রাশ | স্ট্যান্ডার্ড | ০১টি |
৭ | টুইজার | প্রফেশনাল স্টেইনলেস স্টীল | ০১টি |
৮ | স্টার স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
৯ | ফ্লাট স্ক্রু ড্রাইভার | ৫ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
১০ | নিয়ন টেস্টার | স্ট্যান্ডার্ড সাইজ | ০১টি |
১১ | ইলেকট্রিশিয়ান নাইফ, | ৩ ইঞ্চি হাই কোয়ালিটি | ০১টি |
প্রয়োজনীয় মালামাল
ক্রমিক নং | মালামালের নাম | সংক্ষিপ্ত বিবরণ | পরিমাণ |
১ | নষ্ট পিসিবি | আইপিএস | ০১ টি |
২ | সোল্ডারিং লীড | ০.২ এমএম রীল | ০১ টি |
৩ | রেজিন/ সোল্ডারিং পেস্ট | উন্নতমানের (প্যাকেট/কৌটা) | ০১ টি |
৪ | ওয়্যার | ফেক্সিবল ফ্লাট ১০ ওয়্যার | প্রয়োজন মত |
৫ | রেজিস্টর | ০.৫ ওয়াট বিভিন্ন মানের | ০৫টি |
৬ | ক্যাপাসিটর | ১৬ ভোল্ট বিভিন্ন মানের | ০৫টি |
৭ | আইসি | ১৪ পিনের | ০২টি |
৮ | জিনার ডায়োড | ৫ ও ১৬ ভোল্টের | ০২টি |
৯ | সাধারণ ডায়োড | ভিন্ন মানের | ০৫টি |
১০ | ইন্ডাক্টর | ভিন্ন মানের | ০৫টি |
কাজের ধারা :
১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।
২. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বেসিক কম্পোনেন্টসমূহ নির্বাচন করবে
৩. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস নির্বাচন করবে।
৪. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বেসিক কম্পোনেন্টসমূহ সংগ্রহ করবে।
৫. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস সংগ্রহ করবে।
৬. স্টার (Star), ফ্লাট(Flat), স্ক্রু ড্রাইভার দিয়ে নষ্ট আইপিএসের ক্রু খুলবে।
৭. ব্রাশের সাহায্যে পিসিবিটি পরিষ্কার করবে।
৮. কাটিং প্লায়ার্স ও সোল্ডারিং আয়রনের সাহয্যে পিসিবিকে আলাদা করবে।
৯. ডি-সোল্ডারিং পাম্প বা সাকার দ্বারা সার্কিট হতে কম্পোনেন্ট ডি-সোল্ডার করবে।
১০. সোল্ডারিং আয়রন মাল্টিপ্লাগ সংযুক্ত করে গরম করবে এবং সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং করবে।
১১. লং নোজ প্লায়ার্স সার্কিটের ছোট কম্পোনেন্টসমূহ ধরার কাজে ব্যবহার করবে।
১২. কাটিং প্লায়ার্স দিয়ে ওয়্যার কাটবে এবং ওয়্যারের দুই মাথা থেকে এক ইঞ্চি করে ইন্সুলেশন সরাবে।
১৩. টুইজার সার্কিটে ক্ষুদ্র কম্পোনেন্ট ধরার কাজে ব্যবহার করবে।
১৪. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
১৫. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।
সতর্কতা :
- কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
- সোল্ডারিং করার সময় সোল্ডারিং এর মেটাল বডিতে যেন হাত না লাগে সে দিকে সতর্ক থাকা
- ডিসোল্ডারিং করার সময় সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে সোল্ডার গালানোর পর ডিসোল্ডার ব্যবহার করা।
- কাটিং প্লায়ার্স দিয়ে সতর্কভাবে ওয়্যার কাটা এবং ইন্সুলেশন পরিষ্কার করা।
আরও দেখুনঃ