আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস ব্যাবহারিক
Table of Contents
ইন্টারনেট এবং কেবল টিভি বেসিকস ব্যাবহারিক
জব ১:
কেবল টিভি এবং ইন্টারনেট সিস্টেমে ব্যবহৃত টুলস্, ইকুইপমেন্ট, কেব্ল ও কানেক্টরের শনাক্তকারী বৈশিষ্ট্য পর্যবেক্ষণ ।
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী কেবল টিভি এবং ইন্টারনেট সিস্টেমে ব্যবহৃত টুলস্, ইকুইপমেন্ট, কেব্ল ও কানেক্টরের শনাক্তকারী বৈশিষ্ট্য পর্যবেক্ষণে দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে। • যন্ত্রপাতি ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/সংরক্ষণ করবে।
জব ২ঃ
বিএনসি কানেক্টর ( BNC Connector) এর সাথে কো-অ্যাক্সিয়াল কেবল(Co-axial Cable) সংযুক্তকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী বিএনসি কানেক্টর(BNC Connector) এর সাথে কো
-অ্যাক্সিয়াল কেবল(Co-axial Cable) সংযুক্তকরণে দক্ষতা অর্জন করতে পারবে।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।
• ওয়্যার স্ট্রিপার দিয়ে কো-অ্যাক্সিয়াল কেবলের এক মাথার উপরের আবরণটি কেটে ফেলবে এবং তারের জালিকাগুলো জড়ো করে উপরের দিকে উঠাবে।
• কো-অ্যাক্সিয়াল কেবুলের ভেতরের আবরণটি ওয়্যার স্ট্রিপার দিয়ে কেটে ভেতরের তামার তারটি বের করবে।
চিত্র-কো-অ্যাক্সিয়াল কেবলের ভেতরের আবরণটি ওয়্যার স্ট্রিপার দিয়ে কেটে ভেতরের তামার তারটি বের
করার দৃশ্য
• কো-অ্যাক্সিয়াল কেবলটি (Co-Axial Cable) বিএনসি কানেক্টর(BNC Connector) এর প্রথম অংশের মধ্যে সংযুক্ত করবে।
চিত্র-কো -অ্যাক্সিয়াল কেবলটি (Co-Axial Cable) বিএনসি কানেক্টর(BNC Comector) এর প্রথম অংশের মধ্যে সংযুক্ত করার দৃশ্য
•কো -অ্যাক্সিয়াল কেবুলের তামার অংশটি বিএনসি কানেক্টর( BNC Connector) এর দ্বিতীয় অংশের সাথে সংযুক্ত করে কোয়াক্স ক্রিম্পার দিয়ে বিএনসি কানেক্টর(BNC Comector) এর গোড়ার দিকে চাপ দিয়ে আটকাবে।
• বিএনসি কানেক্টর (BNC Connector) এর দ্বিতীয় অংশকে প্রথম অংশের সাথে প্যাঁচ দিয়ে আটকাবে।
চিত্র-বিএনসি কানেক্টর (BNC Connector) এর দ্বিতীয় অংশকে প্রথম অংশের সাথে প্যাঁচ দিয়ে আটকানোর দৃশ্য
• একইভাবে তারের অপর প্রান্তে বিএনসি কানেক্টর ( BNC Connector) সংযুক্ত করবে।
• কো -অ্যাক্সিয়াল কেব্ল টেস্টার দিয়ে কেব্লটি টেস্ট করবে। যদি কেবল টেস্টরের সবুজ বাতি জ্বলে তাহলে কেবলটির সংযোগ সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
•যন্ত্রপাতি ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
•বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/সংরক্ষণ করবে।
জব ৩:
আরজে-৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর সাথে ইউটিপি কেলের (UTP Cable) স্ট্রেইট থ্রো (Straight Through) ও ক্রস ওভার (Cross over) সংযোগকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী আরজে- ৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর সাথে ইউটিপি কেলের (UTP Cable) স্ট্রেইট থ্রো (Straight Through) ও ক্রস ওভার (Cross Over ) সংযোগকরণের দক্ষতা অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।
ওয়্যার স্ট্রিপার দিয়ে ইউটিপি কেবল(UTP Cable) এর এক মাথার উপরের আবরণটি কাটবে ।
চিত্র-ওয়্যার ফ্লিপার দিয়ে ইউটিপি কেবল(UTP Cable) এর এক মাথার উপরের আবরণটি কাটার দৃশ্য
•ভেতরের চিকন ভারগুলোর প্যাচ খুলে সোজা করবে।
• স্ট্রেইট প্রো (Straight Through) কানেকশনের জন্য নিম্নোক্ত কালার কম্বিনেশন অনুযায়ী ইউটিপি কেবল(UTP Cable) এর এক প্রান্তের চিকন ভারগুলো সাজাবে।
• চিকন তারগুলোর মাথা ত্রিম্পার দিয়ে সমান করে কেটে আরজে-৪৫ কানেক্টর ( RJ-45 Connector) এর মধ্যে প্রবেশ করাবে।
চিত্র-আরলে-৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর মধ্যে চিকন তারগুলো প্রবেশ করানোর দৃশ্য
• চিকন তারগুলো প্রবেশ করানো আরজে ৪৫ কানেক্টর (RJ-45 Connector) টি ক্রিস্পারের মধ্যে প্রবেশ করিয়ে জোড়ে চাপ দিবে।
চিত্র-ক্রিম্পার দিয়ে আরজে-৪৫ কানেক্টর (RJ-45 Connector) এ জোড়ে চাপ দেওয়ার দৃশ্য
• একইভাবে ইউটিপি কেবল (UTP Cable) এর অপর প্রান্তের চিকন ভারগুলো ক্রমিক নং অনুযায়ী সাজাবে এবং আরজে-এ৫ কানেক্টর (RJ-45 Connector) এর মধ্যে প্রবেশ করাবে । তারপর আরজে-৪৫ কালেক্টর (RJ-45 Connector) টি ক্রিম্পারের মধ্যে প্রবেশ করিয়ে জোড়ে চাপ দিবে।
• কেল টেস্টার দিয়ে কেবলটির কানেকশন পরীক্ষা করবে
• কেবল টেস্টারের উভয় পার্শ্বের বাতিগুলো যদি ১-নং বাতির সাথে ১ নং বাতি, ২নং বাতির সাথে ২ নং বাতি, ৩নং বাতির সাথে ৩ নং বাতি, ৪ নং ৰাতির সাথে ৪ নং বাতি, ৫-নং বাতির সাথে ৫-নং বাতি, ৬ নং বাতির সাথে ৬ নং বাতি, ৭ নং বাতির সাথে ৭ নং বাতি এবং ৮নং বাতির সাথে ৮নং বাতি জ্বলে তাহলে বুঝতে হবে কেবলটিতে স্ট্রেইট প্রো (Straight Through) কানেকশন সম্পন্ন হয়েছে।
• একইভাবে ক্রস ওভার (Cross over ) কানেকশনের জন্য নিম্নোক্ত কালার কম্বিনেশন অনুযায়ী ইউটিপি কেবল(UTP Cable) এর উভয় প্রান্তের চিকন তারগুলো সাজিয়ে নিবে এবং আরজে- ৪৫ কানেক্টর (RJ-45 Connector) এর সংযোগ প্রদান করবে ।
• কেবল টেস্টারের উভয় পার্শ্বের বাতিগুলো যদি ১নং বাতির সাথে ৩-নং বাতি, ২ নং বাড়ির সাথে ৫-নং ৰাতি, ৩-নং বাতির সাথে ১-সং বাতি, ৪নং বাতির সাথে ৪ নং ৰাতি, 2 ৫-নং বাড়ির সাথে ৫-নং ৰাতি, ৬ নং বাতির সাথে ২নং ৰাতি, ৭ নং বাতির সাথে ৭ নং ৰাতি এবং ৮ নং বাতির সাথে ৮-নং ৰাতি জ্বলে তাহলে বুঝতে
হবে কেবলটিতে ক্রস ওভার (Cross over) কানেকশন সম্পন্ন হয়েছে।
•যন্ত্রপাতি ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/সংরক্ষণ করবে।
জব ৪:
কেব্ল টিভি সংযোগ করে চ্যানেল টিউনকরণ
এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী কেব্ল টিভি সংযোগ করে চ্যানেল টিউনকরণে দক্ষতা
অর্জন করতে পারবে।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই
প্রয়োজনীয় যন্ত্রপাতি
প্রয়োজনীয় মালামাল
কাজের ধারা
• ব্যক্তিগত সুরক্ষা সরগ্রাম (পিপিই) পরিধান করবে।
• প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল স্টোর হতে সংগ্রহ করবে।
• বিএনসি কালেক্টর (BNC Connector) সংযুক্ত কো-অ্যাক্সিয়াল কেবলটি কেবল টিভি এর পিছনে অবস্থিত জ্যাক এর সাথে সংযুক্ত করবে।
• বিএনসি কানেক্টর (BNC Comector) সংযুক্ত কো-অ্যাক্সিরাল কেকুলটি ওয়াল এর সাথে অবস্থিত জ্যাক এর সাথে সংযুক্ত করবে।
• কেবল টিভি বৈদ্যুতিক পাওয়ারের সাথে সংযুক্ত করবে।
• কেবল টিভির পাওয়ার অন করবে।
• রিমোট দিয়ে টিভির এইচডিএমআই (HDMI) সিলেক্ট করবে
• টিভির চ্যানেল সার্চ অপশনে প্রবেশ করবে।
• অটো টিউনিং নির্বাচন করবে।
• অটো চ্যানেল টিউনিং হবে।
• টিউনিং শেষ হলে প্রথম চ্যানেল স্বয়ংক্রিয়ভাবে আসবে।
চ্যানেল পরীক্ষা করবে।
• টিভির পাওয়ার অফ করবে।
• যন্ত্রপাতি ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।
• বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/সংরক্ষণ করবে।
আরও দেখুনঃ