ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয়-ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি (Accurate Connection Procedure for Instruments and Component)

রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, কিউর, স্পিকার, মাইক্রোফোন, ভাইব্রেটরা সঠিক সংযোগ -পদ্ধতি নিজে উল্লেখ করা হলো।

• মাল্টিমিটারকে ১০x গুম রেঞ্জে বা ১০০x ওহম রেঞ্জে সেট করে মাল্টিমিটারের পল্লিটিভ প্রোব ( লাল ভার) এবং নেগেটিভ প্রোব (কালো তার) কে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ফিউজ, স্পিকার, মাইক্রোফোন ও ফাইব্রেটর এর দুই প্রান্তে সংযোগ করে ওরমিক রিভিং নিতে হয়। ওরমিক রিডিং আসলে ভালো। ওহমিক রিডিং শূন্য বা ব্রিডিং না দেখালে নষ্ট।

 

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

 

ডায়োড সংযোগ পদ্ধতি

মাল্টিমিটারকে ১০× ওহম রেঞ্জে বা ১০০x ওহম রেঞ্জে সেট করে মাল্টিমিটারের পজিটিভ প্রোব (লাল তার) কে ডায়োডের ক্যাথোড প্রান্তে (সাদা দাগযুক্ত প্রান্ত) এবং নেগেটিভ প্রোব (কালো তার) কে ডায়োডের অ্যানোড প্রান্তে সংযোগ করে রিডিং নিতে হয়।

• ট্রানজিস্টর সংযোগ পদ্ধতি

মাল্টিমিটারকে ১০× ওহম রেঞ্জে বা ১০০x ওহম রেঞ্জে সেট করে ট্রানজিস্টরের যে কোনো টার্মিনালে মিটারের পজিটিভ প্রোব কমন করে অপর দুই টার্মিনালের সাথে নেগেটিভ প্রোব সংযোগ করে রিডিং নিলে, যদি রিডিং দেখায় কমন প্রোবটি বেস এবং ট্রানজিস্টরটি পিএনপি গ্রুপ।

যদি রিডিং না দেখায় তাহলে এ প্রান্তে পজিটিভ প্রোব এর পরিবর্তে নেগেটিভ প্রোব কমন করে অপর দুই প্রান্তের রিডিং নিতে হবে। রিডিং দেখালে কমন টার্মিনালটি বেস এবং ট্রানজিস্টরটি এনপিএন গ্রুপ। রিডিং না আসলে পর্যায়ক্রমে এ ভাবে অপর দুই টার্মিনালকে কমন করে রিডিং নিতে হবে।

যে টার্মিনাল কমন করলে রিডিং দেখাবে সেটি বেস এবং অপর দুটি কালেক্টর ও ইমিটার। তবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে তার বিপরীত হবে অর্থাৎ কমন টার্মিনালের প্রোব কালো হলে পিএনপি এবং লাল হলে এনপিএন।

 

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

 

• আইসি সংযোগ পদ্ধতি

মাল্টিমিটারকে ১০x ওহম রেঞ্জে বা ১০০x ওহম রেঞ্জে সেট করে আইসির খাজ কাটা বা চিহ্নিত অংশ এর বাম প্রান্ত হতে ১নং পিন ধরে মাল্টিমিটার দ্বারা আইসির কমন পিনে যে কোনো প্রোব সংযোগ করে আইসি এর পজিটিভ পিন, ইনপুট পিন এবং আউটপুট পিনের রেজিস্ট্যান্স বা ওহমিক- রিডিং নিতে হয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment