Site icon Electronics Gurukul [ ইলেকট্রনিক্স গুরুকুল ] GOLN

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

আজকের আলোচনার বিষয়ঃ ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

 

ইন্সট্রুমেন্ট এবং কম্পোনেন্টসমূহের সঠিক সংযোগ পদ্ধতি

রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ফিউজ এবং ডায়োড, ট্রানজিস্টর এবং আইসি এর সঠিক সংযোগ পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো:

রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ও ফিউজ এর সংযোগ পদ্ধতি

মাল্টিমিটারকে ১০১2 (ওহম) রেঞ্জে বা ১০০১2 (ওহম) রেঞ্জে সেট করে মাল্টিমিটারের পজেটিভ প্রোব (লাল তার) এবং নেগেটিভ প্রোব (কালো তার) কে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ও ফিউজ এর দুই প্রান্তে সংযোগ করে ওহমিক পাঠ নিতে হয়। ওহমিক পাঠ আসলে ভাল। ওহমিক পাঠ শূন্য বা পাঠ না দেখালে খারাপ ।

ডায়োড, ট্রানজিস্টর ও আইসি এর সংযোগ পদ্ধতি

 

 

ডায়োড সংযোগ পদ্ধতি:

মাল্টিমিটারকে ১০ (ওহম) রেঞ্জে বা ১০০ (ওহম) রেঞ্জে সেট করে মাল্টিমিটারের পজেটিভ প্রোব (লাল তার) কে ডায়োডের ক্যাথোড প্রান্তে (সাদা দাগযুক্ত প্রান্ত) এবং নেগেটিভ প্রোব (কালো তার) কে ডায়োডের অ্যানোড প্রান্তে সংযোগ করে পাঠ নিতে হয়।

 

 

ট্রানজিস্টর সংযোগ পদ্ধতি:

মাল্টিমিটারকে ১০ ১2 (ওহম) রেঞ্জে বা ১০০ 12 (ওহম) রেঞ্জে সেট করে ট্রানজিস্টরের যে কোনো টার্মিনালে মিটারের পজেটিভ প্রোব কমন করে অপর দুই টার্মিনালের সাথে নেগেটিভ প্রোব সংযোগ করে পাঠ নিলে, যদি পাঠ দেখায় কমন টার্মিনালটি বেস এবং ট্রানজিস্টরটি পিএনপি গ্রুপ। যদি পাঠ না দেখায় তাহলে এ প্রান্তে পজেটিভ প্রোব এর পরিবর্তে নেগেটিভ প্রোব কমন করে অপর দুই প্রান্তের পাঠ নিতে হবে।

পাঠ দেখালে কমন টার্মিনালটি বেস এবং ট্রানজিস্টরটি এনপিএন গ্রুপ। পাঠ না আসলে পর্যায়ক্রমে এ ভাবে অপর দুই টার্মিনালকে কমন করে পাঠ নিতে হবে। যে টার্মিনাল কমন করলে পাঠ দেখাবে সেটি বেস এবং অপর দুটি কালেক্টর ও ইমিটার। তবে ডিজিটাল মিটারের ক্ষেত্রে তার বিপরীত হবে অর্থাৎ কমন টার্মিনালের প্রোব কালো হলে পিএনপি এবং লাল হলে এনপিএন।

 

 

আইসি সংযোগ পদ্ধতিঃ

মাল্টিমিটারকে ১০ ≤2 ওহম (রেঞ্জে) বা ১০০ 52 (ওহম) রেঞ্জে সেট করে আইসির খাঁজ কাঁটা বা চিহ্নিত অংশ এর বাম প্রাপ্ত হতে ১নং পিন ধরে মাল্টিমিটার দ্বারা আইসির কমন পিনে যে কোনো প্রোব সংযোগ করে আইসি এর পজেটিভ পিন, ইনপুট পিন এবং আউটপুট পিনের রেজিস্ট্যান্স বা ওহমিক পাঠ নিতে হয় ।

আমাদের গুগল নিউজে ফলো করুন

আরও দেখুনঃ

Exit mobile version