কো-অ্যাক্সিয়াল কেবল

আজকে আমাদের আলোচনার বিষয়-কো-অ্যাক্সিয়াল কেবল

কো-অ্যাক্সিয়াল কেবল (Co- Axial Cable)

কো -অ্যাক্সিয়াল কেবল হলো এমন এক ধরনের কেবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড কপার তার এবং তারকে ঘিরে থাকে অপরিবাহী ফোমের ইনসুলেশন এবং উহার উপর আর একটি পরিবাহী তারের জালি প্যাঁচানো থাকে। অর্থাৎ এতে দুটি কন্ডাক্টর এবং উহার উপর একটি জ্যাকেট থাকে।

দুটি কন্ডাক্টরের (Conductor) মধ্যে একটি কন্ডাক্টর (Conductor) কে বলা হয় ইনার কন্ডাক্টর (Inner Conductor) এবং অপরটিকে বলা হয় আউটার কন্ডাক্টর (Outer conductor)। বাইরের আউটার কন্ডাক্টর (Outer Conductor), ইনার কন্ডাক্টর (Inner Conductor) কে ইলেক্ট্রম্যাগনেটিক ইন্টারফারেন্স (Electromagnetic Interference – EMI) থেকে রক্ষা করে থাকে।

কেবল টিভির জন্য কো-অ্যাক্সিয়াল কেবল এর আদর্শ ইমপিডেন্স (Impedance) হলো ৭৫ ওহম । এ কেবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়। বিএনসি(BNC) কানেক্টর দিয়ে কো-অ্যাক্সিয়াল কেবলের সংযোগ দেওয়া হয়।

 

কো-অ্যাক্সিয়াল কেবল

 

-অ্যাক্সিয়ান কেন দুই দের হয়। যথা:

>থিননেট এবং

> থিকনেট

থিননেট এ কেলের ব্যাস ০.২৫ ইঞ্চি এবং রিপিটার ছাড়া ১৮৫ মিটার পর্যন্ত ডাটা পাঠানো যায়। একে ১০০কসহ বলা হয়। এখানে ১০ হলো ব্যান্ডউইডথ, বো বলতে বেসব্যান্ড বা একক সিগন্যাল এবং ২ দ্বারা ২০০ মিটার বোঝানো হয়েছে।

‘বিনেট। এ কেবল দিয়ে রিপিটার ছাড়া ৫০০ মিটার পর্যন্ত ডাটা পাঠানো যায়। একে ১০নেসও বলা হয়। এখানে ১০ হলো ব্যান্ডউইডথ, বেস বলতে বেসব্যান্ড বা একক সিগন্যাল এবং ৫ ধারা ৫০০ মিটার বোঝানো হয়েছে।
কো -অ্যাক্সিয়াল কেবুলের বৈশিষ্ট্য

১. সহজে স্থাপন করা যায় ।

২. অধিক নিরাপদ।

৩. দামে কম।

৪. অধিক দূরত্বে ও দ্রুত গতিতে ডাটা প্রেরণ করা যায়।

 

কো-অ্যাক্সিয়াল কেবল

 

কো-অ্যাক্সিয়াল কেবলের সুবিধা:

১. ফাইবার অপটিক কেবুলের তুলনায় দামে সঙ্কা।

২. অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডাটা প্রেরণে এ কেবল ব্যবহৃত হয়।

৩. টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অধিক দূরত্বে ডাটা প্রেরণ করা যায়।

৪. ট্রান্সমিশন- লস অপেক্ষাকৃত কম হয়।

৫. ইহা কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।

৬. এ কেयूল সহজেই ইনস্টল করা যায়।

কো-অ্যাক্সিয়াল কেবুলের অসুবিধা:

১. টুইস্টেড পেয়ার কেরলের ভুলনায় অধিক ব্যয়বহুল।

২. কো-অ্যাক্সিয়াল কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা কিছুটা কঠিন।

৩. তারের দৈর্ঘ্যের উপর ডাটা ট্রান্সমিশন রেট নির্ভর করে।

৪ রিপিটার ছাড়া ১ কিলোমিটারের বেশি ডাটা পাঠানো যায় না।

কো-অ্যাক্সিয়াল কেবুলের ব্যবহার:

১. কো-জ্যাক্সিয়াল কেবল প্রধানত কেবল টিভিতে ব্যবহৃত হয়।

২. এ কেবল সিসিটিভিতেও ব্যবহৃত হয়।
কো-অ্যাক্সিয়াল ফেনলের সাথে করে (BNC Connector) সংযোগ কো-অ্যাক্সিয়াল কেবলের উপরের আবরনটি ওয়্যার স্ট্রিপার দিয়ে কেটে বিএনসি কানেক্টর (BNC Connector) এর মধ্যে ঢুকিয়ে কম্বিনেশন প্লায়ার্স দিয়ে চাপ দিয়ে আটকিয়ে দিতে হয়।

 

কো-অ্যাক্সিয়াল কেবল

 

আরও দেখুনঃ

Leave a Comment